
মঙ্গলবার ০৬ মে ২০২৫
অতীশ সেন, ডুয়ার্স: মঙ্গলবার বিকেলে ডুয়ার্সের খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ক। চালসার গৌরীগাঁওয়ের মার্সি ফেলোশিপ চার্চে প্রার্থনা ও বৈঠক সেরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কেন্দ্রকে আক্রমণ করার পাশাপাশি স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। ক্ষুদ্র চা চাষীদের চায়ে কীটনাশক থাকার কারণে চা প্রস্তুতকারী সংস্থাগুলি তাঁদের থেকে চা পাতা নেবে না বলে জানিয়েছে। এই বিষয়ে চিন্তা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাট উৎপাদনকারীদের সমস্যা, একশো দিনের টাকা, আবাস যোজনার টাকা না পাওয়ার জন্য কেন্দ্রকে দায়ী করে তিনি জানান নির্বাচনী আচরণবিধি পেরিয়ে গেলে তিনি এই সমস্যাগুলির সমাধান করে দেবেন। এদিন মুখ্যমন্ত্রী একেবারে চেনা মেজাজে ছিলেন, স্থানীয় বাসিন্দাদের সাথে দীর্ঘ সময় কথা বলে তাদের সমস্যা জানার পাশাপাশি আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে নাচের তালে পা মেলানোর পাশাপাশি ধামসা-মাদল বাজাতেও মুখ্যমন্ত্রীকে দেখা যায়।
মুখ্যমন্ত্রী বলেন, দার্জিলিং থেকে অনিত থাপা এসেছিলেন তার সঙ্গে দেখা করতে, দার্জিলিংয়ের বিষয়েও তাঁর সাথে কথা হয়েছে। অনিত তাঁকে বলেছেন - চায়ে রাসায়নিক কীটনাশক থাকার কারণে ক্ষুদ্র চা চাষীদের চা নেওয়া বন্ধ হয়ে গিয়েছে, এর ফলে এই শিল্পের সঙ্গে যুক্ত প্রায় আট-দশ লক্ষ মানুষের জীবিকাহীন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি বলেন এটা ভোটের আগে বিজেপি করাচ্ছে, এর আগে প্রধানমন্ত্রী এসে ছয়টি বন্ধ চা বাগান খোলার ঘোষণা করেছিলেন, বিজেপি এমনই করে, প্রথমে তারা বন্ধ করে পরে আবার চালু হওয়ার ঘোষণা করে। নির্বাচন বিধি চলার কারণে তিনি এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে পারছেন না। তিনি ইতিমধ্যেই আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়ে দিয়েছেন, শ্রম মন্ত্রীর সাথেও কথা বলেছেন। চা চাষীদের রাসায়নিক কীটনাশক বন্ধ করার সময় দেওয়া প্রয়োজন। পাট আর নেওয়া হবে না বলেও বিজেপির লোকজন প্রচার করছে, পাট চাষীদেরও তিনি আশঙ্কা না করার কথা জানান।
এরই পাশাপাশি তিনি ঝড়ে ক্ষতিগ্রস্তদের বিষয়ে বলেন- রিলিফ ক্যাম্পে যারা রয়েছে তাঁরা সকল সুবিধাই পাচ্ছে, যারা ঘরবাড়ি হারিয়েছেন তাঁদের সমস্যাও প্রশাসন দেখছে। দূর্যোগে দূর্ভোগে বৈষম্য করা হয় না, প্রশাসন মানবিক। মুখ্যমন্ত্রী বলেন - "বিজেপি নেতারা খেয়ে-দেয়ে, ঘুমিয়ে, আরাম করে পরে মানুষের কাছে যায়। প্রধানমন্ত্রী বিজেপি কার্যকর্তাদের বলেছেন- ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের কাছে যেতে, তাঁরা কি সেখানে গিয়ে টাকা দিয়ে আসবেন? আমি তো তৃণমূল নেতা-কর্মীদের যেতে বলি নাই, প্রশাসন নিরপেক্ষ ভাবে কাজ করছে।" বিজেপি নতুন করে কোনও কাজই করে নাই, বিভিন্ন প্রকল্পের ন্যায্য পাওনা আটকে রেখেছে, এখন রেলে কেবল প্রলেপ লাগানো ও গেরুয়া রঙ করা হচ্ছে, তিনি রেল মন্ত্রী থাকাকালীন যে সমস্ত পরিকল্পনা নিয়েছিলেন, সেগুলিরই রূপায়ণ চলছে। তিনি এলাকার সমস্যা দেখে গেলেন, নির্বাচন বিধি পেরিয়ে গেলে তিনি সমস্যা সমাধানে পদক্ষেপ করবেন।
চিকিৎসা শুরু হতেই ভবঘুরে মহিলার ফিরল স্মৃতিশক্তি, দাদার বাড়ি ফিরে গেল সে
একা বা অসাবধান অবস্থায় সীমান্তে যাবেন না, কৃষকদের সতর্ক করল পুলিশ
বক্সা ব্যাঘ্র প্রকল্পের হরিণ শিকার করে সেই মাংস দিয়ে বনভোজন, গ্রেপ্তার তিন অভিযুক্ত
ঠিক যেন সিনেমা, মৃত প্রেমিকাকে বিয়ে যুবকের! স্থবির দেহেই হল সিঁদুরদান-মালাবদল
দীর্ঘ ৪৮ বছর এই ব্যাঙ্কের ক্ষমতা ধরে রেখেছিল এসইউসিআই, এবার হল পালাবদল
মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফর শুরুর আগে বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠে বসানো হলো সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক
মাধ্যমিক শুরুর আগে পিতৃহারা, ৬৩৭ নম্বর পেয়েও বিজ্ঞান নিয়ে পড়তে অর্থনৈতিক বাধার সম্মুখীন হাওড়ার স্নেহা
১৯৮০ সালে টুরিস্ট ভিসায় পাকিস্তান থেকে ভারতে, ৪৫ বছর ধরে ভোট দিচ্ছেন চন্দননগরের ফতেমা বিবি
ভারতে আটক পাক রেঞ্জার, তবে কি এবার মুক্তি মিলবে? আশার আলো দেখছেন পূর্ণমের স্ত্রী
ভয়াবহ দুর্ঘটনা, আর তাতেই প্রকাশ্যে এল গরু পাচারের নয়া রুট! লালবাগ-সাহাপুর ঘাটে চাঞ্চল্য
সামশেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ালেন পুলিশকর্তারা, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক
তুফানগঞ্জে দিনেদুপুরে অপহরণ, ৬ লক্ষ টাকা সহ এক ব্যক্তিকে নিয়ে চম্পট দুষ্কৃতীদের
টুরিস্ট ভিসায় এসে আর ফেরা হল না, চন্দননগরে গ্রেপ্তার পাকিস্তানি নাগরিক
মাধ্যমিকে ভাল ফল বক্সিরহাটের রাজমিস্ত্রী পরিবারের বিকাশের, উচ্চ মাধ্যমিকে আর্থিক সহায়তা চায় তার পরিবার
দুষ্প্রাপ্য ব্রুনাই কিং আম পান্ডুয়ায়! শিক্ষকের ফলের বাগান দেখলে চোখ ধাঁধিয়ে যাবে